আমি এ কেমন দেশে করছিরে ভাই বাস,
ঘুম খুন হত্যা করে করছে যে উল্লাস।
ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ
বাবার সামনে মেয়ে
প্রাণ ভয়ে অবাক চোখে দেখছি তাকিয়ে।
নিরুপায় হয় যখন বিচার চাইতে যায় তখন,
বিচারক বলে যা ঘুষ নিয়ে আয়।
টাকা ছাড়া এই দেশেতে সঠিক বিচার নাই।
আমরা অসহায় আমরা নিরুপায়।
